মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ফেনীতে তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ফেনী প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৪
ফেনীতে তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ফেনী শহরের তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।বুধবার (২৮ ফেব্রুয়ারী) এ অভিযানের নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এস আর মাসুদ রানা।

এগুলো হলো শহরের মেডিল্যাব হাসপাতাল, উত্তরা হাসপাতাল ও সোনালী ডায়াগনস্টিক সেন্টার।এসময় আগামী সাত কর্মদিবসের মধ্যে যাবতীয় অনিয়ম সংশোধনের জন্য নির্দেশ দেন তিনি।

উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় মেডিকেল অফিসার, ডাঃ মোমিনুল ইসলাম খাঁন, ডাঃ রাশেদুল হাসান, ও সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ ইমরান ভঁঞা।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনিবন্ধিত, লাইসেন্স বিহীন বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক, ব্লাড ব্যাংকে এ অভিযান চলমান থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে