বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতি‌নি‌ধি
  ০৩ মার্চ ২০২৪, ১৭:৪৩
ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যানজট মুক্ত করতে সড়ক ও জনপথের উদ্যোগে পৌর বাজারে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। রোববার দুপুরে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পৌর বাজারের প্রায় শতাধিক দোকান ভেঙ্গে ফেলা হয়।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর সদ‌রের উপর দিয়ে ব‌য়ে যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সেই বাজারের কাঁচা বাজারসহ বিভিন্ন তহ বাজা‌রের অংশটুকু মহাসড়কের পাশে অবস্থান থাকায় সড়কে যানযট তৈরি হয়। সেই যানযট নিরসনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিং এবং উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির মিটিংয়ে আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে শনিবার দিনব্যাপী সড়কের পাশে নিজ দ্বায়িত্বে সকল অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য মাইকিং করা হয়। কিন্তু মাইকিংয়ের পরও দখলকারীরা তাদের দোকান ঘর নিজ দ্বায়িত্বে সরায় নি।

পরে বিষয়টি নিয়ে (৩ মার্চ ) রোববার দুপুরে উচ্ছেদ অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে সড়কের পাশে প্রায় শতাধিক দোকান ভেঙ্গে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, ঈশ্বরগঞ্জ থানার এস আই জুয়েল।

অপরদিকে নির্ধারিত স্টেশনে গাড়ি না থামিয়ে যত্রতত্র গা‌ড়ি থামিয়ে যানযট তৈরি করার দায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী দুই এম কে সুপার বাসের চালককে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সড়কে যানযট নিরসন এবং জনসাধারণের ভোগান্তি লাঘবে বিষয়টি নিয়ে সড়ক নিরাপত্তা কমিটির মিটিংয়ে আলোচনা হওয়ার পর অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালানো হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে