শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ১৭:৫০
হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলের কাজিকান্দা গ্রামে রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লালমিয়া (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার(৭মার্চ) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। লালমিয়া কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তার ৬-৭ বছরের এক ছেলে ও ১৫-২০ দিন বয়সী এক মেয়ে আছে।

গত শুক্রবার দুপুরে ভুট্টা ক্ষেতে পানি দেয়ার সময় রাসেল ভাইপার সাপে তাকে ছোবল দেয়।

শেখ লালমিয়ার চাচতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত ১ মার্চ (শুক্রবার) লালমিয়া ভাই ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় দুপুরে দিকে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপে তাকে কামড় দেয়। পরে তাৎক্ষনিক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ( ফরিদপুর ২৫০ বেড হসপিটাল) নেয়া হয়। সেখানে ৫ দিন ভর্তি ছিলো লালমিয়া। মঙ্গলবার রাতে হাসপাতালের চিকিৎসকরা জানান, লালমিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। পরে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলা খুশির দোকান গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায়। বুধবার দিবাগত মধ্যে রাত ২টার দিকে কবিরাজের বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগেও লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে। ৫/৬ দিন আগে লাল মিয়া কে রাসেল ভাইপার সাপে কামড় দিয়ে। গতরাতে তার প্রাণটাও কেড়ে নিলো।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে