শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চান্দিনায় খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা মাঠ দিবস অনুষ্ঠিত

চান্দিনা  (কুমিল্লা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ১৪:৪৭
ছবি-যায়যায়দিন

কুমিল্লার চান্দিনায় উপজেলা এতবারপুরে খামারি' মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও বঙ্গবন্ধু ধান ১০০ প্রদর্শনী ট্রয়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (শস্য) ড. মোহাম্মদ আব্দুস ছালাম, এতবারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ,এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আক্তারুজ্জামান, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ, প্রোগৰাম কো-অডিনেটর মো. মিজানুর রহমান, চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহিন, চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে