রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নোয়াখালী প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ০৭ মার্চ ২০২৪, ২০:৪৯
নোয়াখালী প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে স্বাধীনতার ৫৩ বছর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর নেতৃত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি শাহ এমরান সুজন ও মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ.আর আজাদ সোহেল, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাছির উদ্দিন শাহ্ নয়ন, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন, সদস্য আব্দুল মোতালেব ও মাহবুবুর রহমান বাবু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক আজকের সত্যের আলোর, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি ইফতেখারুল আলম, জেলা প্রতিনিধি শাহজাহান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ জুন স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নোয়াখালী সফরে আসেন। পরদিন ২৩ জুন তিনি নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্বাধীনতার ৫২ বছর পর সাংবাদিকদের দ্বির প্রেক্ষিতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব ভবনে জেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। ২০২৩ সালের ১২ অক্টোবর নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. সহিদুল ইসলাম। এসময় অতিথিদের সাথে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর এবারই প্রথম ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু বলেন, নোয়াখালী প্রেসক্লাব এ জেলার ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা গর্বিত যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এই প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণমানুষের পক্ষে কাজ করে যাবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে