শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজস্থলীতে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ২১:২৯
রাজস্থলীতে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙালহালিয়া বাজারে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিন টায় বাঙালহালিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।

লাইসেন্স না থাকা, ভূয়া টেকনোলজিস থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা।

নির্বাহী অফিসার বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে