মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাউজানে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ২ শতাধিক রোগী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৪, ১৯:৩০
রাউজানে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ২ শতাধিক রোগী

ঐতিহাসিক ৭ মার্চ এর দিনে রাউজানের পাহাড়তলীতে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল দুই শতাধিক গরীব মানুষ। উপজেলার পাহাড়তলী হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় তাদের ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হয়।

আয়োজকদের মধ্যে একজন মোহাম্মদ ফজল করিম বলেছেন অনেক গরীব মানুষ টাকার অভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের কথা বিবেচনা করে ঐতিহাসিক এই দিনে আমরা ফ্রিতে চিকিৎসার ও ঔষধ দেয়ার কর্মসূচি নিয়েছি। চিকিৎসা ক্যাম্পে সেবাদানকারী চিকিৎসক ডা. রাজীব দাশ বলেন, এই চিকিৎসা ক্যাম্পের রোগেদের মাঝে রোগ সচেতনতার বার্তাও দেয়া হচ্ছে। বিশেষ করে পবিত্র রমজানে ডায়াবেটিস সচেতনতায় খাদ্যভ্যাস নিয়ে তাদের পরামর্শ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াসিন তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত ও ম্যানেজার ফজল করিম সহ প্রমূখ। উল্লেখ্য যে,সেবাদান প্রতিষ্ঠানটি ধমীয় গুরু, কোরআনে হাফেজ, শিক্ষক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের জন্য হেলথ মেম্বারশিপ কার্ডের ৪০% ছাড়ে চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা ফি দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দানের ব্যবস্থা রেখেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে