সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ১৫:০৮
ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‌‌‌‌‌‌‌দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো' এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হারুনর রশীদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইয়েদ মোহাম্মদ ইমরান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমূখ। এর আগে দুর্যোগ প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে