রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্ষতিকর রং মিশিয়ে জুস উৎপাদন, লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ১১:৪১
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিকর রং মিশিয়ে আম ও লিচুর জুস উৎপাদন করার অপরাধে আবদুল জব্বার (৭০) নামে একজনকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ মে) বিকেলে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত আবদুল জব্বার (৭০) সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকার বাসিন্দা আবদুর লতিফের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরির অপরাধে আবদুল জব্বার (৭০) নামে এক ব্যক্তিকে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করার শর্তে মুচলেখা নেওয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে