বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা   

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ১৯:৩২
কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা   

গাজীপুরের কালীগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জনাব ড. শৈলেন্দ্র নাথ মজুমদার , গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো হাসান আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভা ব্লক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ছারোযার জাহান হিরো, কৃষক আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে