বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কুতুবদিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ২০:৩১
কুতুবদিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যের সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রোববার (১০ মার্চ) সকাল ১১ টায়

উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে, কুতুবদিয়া কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী কপিল উদ্দীন কবির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার শামীম আহমেদ, উপজেলা জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ও ফায়ার সার্ভিসের সদস্য, এনজিও কর্মীসহ, সিপিপি’র বৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে