শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ১২ টি দোকান পুড়ে ছাই

পাথরঘাটা (বরগুনা প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ১৯:২২
পাথরঘাটায় ১২ টি দোকান পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটায় হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ১২ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৩ মার্চ ) সকাল ৭ টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই বরগুনা-২ সাংসদ সুলতানা নাদিরা, বরগুনা জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের সহযোগীতার আস্বাস দেন।

স্থানীয়রা জানান, ভোর রাতে সেহরীর ভাত খেয়ে সবাই ঘুমিয়ে ছিলেন। পরে সকালে কয়েজন লোক দেখতে পান ইদ্রিস এর দোকানে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ১২ টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, আগুন লেগে অনেক গুলো ঘর পুরে গেছে। আমরা তালিকার কাজ শুরু করেছি। তালিকা শেষে সরকারী অনুদান ক্ষতিগ্রস্তদের দেয়ার ব্যাবস্থা করবো। ইতমধ্যে এমপি মহোদয় তার ব্যাক্তিগত পক্ষথেকে সহায়তা করেছেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস এর পাথরঘাটা স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সাথেই আমাদের টিম আগুন নিয়ন্ত্রনের জন্য ছুটে এসেছে। প্রায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি, ক্ষতির পরিমান জানা চেস্টা চলছে।

সাংসদ সুলতানা নাদিরা জানান, ঘটনা শোনার পরেই আগুনে ক্ষতিগ্রস্থ ঘরগুলো দেখে এসেছি। আমার পক্ষ থেকে সকলকেই সহায়তা করেছি এবং সরকারি ভাবেও সহায়তা করা হবে বলেও জানান তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে