সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পরশুরামে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ১৭:৩৪
পরশুরামে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

সারা দেশের ন্যায় ফেনীর পরশুরামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে।

দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা এর পর একে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিমের পরিচালনায় একে একে মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী পুষ্পস্তবক অর্র্পণের মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেন ।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ বংশের আদরের এই ‘খোকা’ই ধীরে ধীরে হয়ে ওঠেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে নানা কর্মসূচি। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে