সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

৯ বগি লাইনচ্যুত: ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৪, ১২:১৩
৯ বগি লাইনচ্যুত: ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু 

ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর গুনবতী রেলস্টেশনের মধ্যবর্তী নাঙ্গলকোট উপজেলার তেজের বাজার নামকস্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ৭৮৫ ট্রেনটির বিকট শব্দে ৯ বগি লাইনচ্যুত হয়। সাড়ে ৭ ঘণ্টার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

১০ ঘন্টা পর চট্টগ্রাম থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে সোমবার ভোর ৫টায় সাময়িকভাবে চট্টগ্রামগামী ডাউন লাইন সচল করে ট্রেন চলাচল শুরু করে বিষয়টি নিশ্চিত করেন,চট্টগ্রাম বিভাগীয় জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গতকাল রোববার দুপুরে জামালপুরগামি বিজয় এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির তেজের বাজার এলাকায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী ঘরে ও গাছের সঙ্গে ধুমড়ে মুচড়ে পড়ে। এতে ৩০ জন যাত্রী আহত হন। উভয় লাইনে ৬ শত ফিট লাইন ও স্লিপার ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে