সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

স্বল্প মূল্যে মাংস ডিম দুধ বিক্রি করছে রাউজান উপজেলা প্রশাসন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ২১:১৪
স্বল্প মূল্যে মাংস ডিম দুধ বিক্রি করছে রাউজান উপজেলা প্রশাসন

রমজান মাসে স্বল্প আয়ের মানুষের মাঝে কমদামে মাংস,ডিম ও গরুর দুধ বিক্রির কার্যক্রম শুরু করেছে রাউজান উপজেলা প্রশাসন।

বুধবার (২০ মার্চ) উপজেলা পরিষদ চত্তরে ষ্টল বসিয়ে ভোক্তদের মাঝে এসব পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি তসলিম উদ্দিন, পৌর কৃষক লীগের সভাপতি আজগর চৌধুরী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদেশ্যে বলেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র নিদেশনায় স্বল্প মূল্যে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে