শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গোদাগাড়ীতে মুসলিম এইডের রমজান ফুড প্যাকেজ বিতরণ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ১৯:২৬
গোদাগাড়ীতে মুসলিম এইডের রমজান ফুড প্যাকেজ বিতরণ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মুসলিম এইড এর অর্থায়নে এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার বাস্তবায়নে ১৫০ জন হতদরিদ্র মানুষের মধ্যে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে এই ইফতার প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেজে ছিলো চাউল ২০কেজি, মসুর ডাল ১ কেজি, খেজুর ১ কেজি, নুডলস ১ প্যাকেট, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ২ কেজি, ভোজ্যতেল ২ কেজি, লবণ ১ কেজি এবং ছোলা ১ কেজি। যার মূল্য ৩২০০ টাকা।

এ উপলক্ষে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, চর আষাড়িয়াদহ ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইজার হোসেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, মুসলিম এইড এর প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রোজেক্ট সুপারভাইজার রাকিবুল হাসান।

চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেয়ে উপকার ভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

এব্যাপারে ভিক্ষা বৃত্তির সাথে জড়িত ফুরকানি বেগম বলেন, জীবনে কখনো একসাথে এতগুলো দ্রব্য সামগ্রী সাহায্য হিসেবে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাই নাই। তিনি গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা এবং মুসলিম এইড এর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া কামনা করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে