বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফসলি জমির মাটি কাটায় তিন জনের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ১৭:৫২
ফসলি জমির মাটি কাটায় তিন জনের কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কুলমীর চর এলাকায় সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাবুল হোসেনের ছেলে আতিক(১৯), নাজিমুদ্দিনের ছেলে মোতাহার(৫৫) ও বাবুল হোসেনের ছেলে শামীম হোসেন(২৯) সহ প্রত্যকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অভিযানে ৩টি বালুবাহী ট্রাক ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, শুভাঢ্যা ইউনিয়নের কুলমীর চর এলাকার কৃষি জমির মাটি কেটে নিকটস্থ ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়েছে।

পরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আতিক(১৯), মোতাহার(৫৫) ও শামীম হোসেন(২৯)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সাথে যে সকল মাটি উত্তোলন করা হয়েছে সেগুলো জব্দ করে পুনরায় গর্তে ফেলা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, ফসলি জমি থেকে কোনো ধরনের মাটি ও বালু উত্তোলন করা যাবে না। কেউ এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে