মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভূঞাপুরে ঘনঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৪২
ভূঞাপুরে ঘনঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

ভূঞাপুরে ঘনঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন। ঘন্টায় অন্তত: ২০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। ইফতার তারাবিহ নামাজ বিশেষ করে সেহরি খাওয়ার আগে থেকে সেহরি খাওয়া পর্যন্ত কোনো দিনই বিদ্যুৎ থাকছে না। সারা দিন নানা অজুহাতে বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ। এতে করে সেজ পাম্প বন্ধ থাকায় ইরিগেশনের দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জনজীবনে নেমে এসেছে অস্বস্থি । অতিষ্ঠ জনগণ তাই ফুলে ফেপে ওঠছে। বামনহাটা গ্রামের সেচ পাম্প মালিক জসিম উদ্দিন বলেন, বারবার মেশিন চালু করা কষ্ট কর, তাছাড়া চৈত্রের প্রখর রোদে এখন ক্ষেতের পানি দ্রæত শুকিয়ে ফলে ধানের ক্ষতি হচ্ছে। ভূঞপুর বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ফলে গরমে দোকানে টিকে থাকা দায়।

উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, ভূঞাপুর উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৮ মেঘাওয়াট সেখানে আমরা পাচ্ছি ৯ মেঘাওয়াট বিদ্যুৎ । যার ফলে একেক এলাকায় লোড শেডিং দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে