বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরে ছাত্র সংগঠনের সংবর্ধনা, নবীন বরণ ও ইফতার মাহফিল

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৪, ১৭:৫৯
গাজীপুরে ছাত্র সংগঠনের সংবর্ধনা, নবীন বরণ ও ইফতার মাহফিল

গাজীপুর মহানগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জাগ্রত চৌরঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যায়নরত শিক্ষার্থীদের সংবধনা নবীন বরন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টান গতকাল শুক্রবার জয়দেবপুরের ইস্ট ভ্যালি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জাগ্রত চৌরঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আকিদ আরেফিন আভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান কাঞ্চনের পরিচালনায় আলোচনা সভা, নবীন বরন, সংবধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি,গাজীপুরের কৃতি সন্তান ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আজীবন সদস্য মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদ হোসাইন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর মোঃ আতিকুল রহমান রতন, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের ডিডি ইকেমাল দ্বীপ,এডি আতিকুল রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এডঃ রেজাউল করিম রেজা,সাবেক সহ সভাপতি মোঃ আবু হানিফ, টুটুল চৌধুরী, মঈনুল কবির হিমু, মোঃ সালাউদ্দিন, গাজীপুর মহানগর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন জাগ্রত চৌরঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি সাকিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব মুন্না,অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোসাঃ ফারজানা মুন্নি, ইফতেখার আলম পিয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকার মৃদুল, মোঃ রাকিবুল ইসলাম, প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক মোঃ বিএম সজীব হোসেন, শাফক্বাত আহমেদ মুবিন, আঃআজিজ আরিফ, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, মোঃ শাহজাহান তপন প্রমুখ। এসময় বক্তারা বলেন গাজীপুরের অনেক মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে, তাদেরকে আধুনিক রূপে রূপান্তরিত করতে হবে, তাদের সুখ-দুঃখ, ভালো-মন্দ, সকল সমস্যা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা পাশে থাকব। কিন্তু তারা অনুভূতি, দিকনির্দেশনা তাদের জন্য আমাদের অবশ্যই থাকবে। আলোচনা সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত নবাগত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, নবীন বরণ, ও মৃত ব্যক্তিদের ও কবর বাসিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে