মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

টঙ্গীতে ঢাবি এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১৫:১০
টঙ্গীতে ঢাবি এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল 

টঙ্গীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল গতকাল শনিবার টঙ্গীর চেরাগ আলী ফ্রেন্ডস থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর পরিচালনায় বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ঢাঃবিঃ প্রাক্তন ছাত্র মোঃ লুৎফর রহমান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ মনির হোসেন, ক্ষণিকার সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাজেদা ইয়াসমিন সাজু, এমদাদ হোসেন, মাসুদুর রহমান, ইমরান হোসেন, এমদাদ হোসেন, আঃ মান্নান মিয়া, শেখ আব্দুল্লাহ, মাসুদুর রহমান বাবুল,সুলতান মাহমুদ রোমান, হাবিবুর রহমান, জিয়াউর রহমান, ড,ফয়সাল খান,মোঃ সাইদুল হক লিটন, মোঃ কাওসার আহম্মেদ, তানবির রেজওয়ান আরাফ, জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম মোঃ শাহজাহান তপন প্রমুখ।

ইফতার শেষে এডঃ আজমত উল্লা খানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতি ক্রমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে মোস্তফা হুমায়ুন হিমুকে আহবায়ক করে ১১ থেকে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষিত হবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত আহবায়ক কমিটি দায়িত্ব পালন করবে।

এসময় বক্তারা বলেন গাজীপুরের অনেক মেধাবী শিক্ষার্থীরা গাজীপুর থেকে গিয়ে ঢাঃবিঃ লেখাপড়া করছে, অনেকের আর্থিক সংকটের কারণে ঢাঃবিঃ আসা যাওয়াটা দুঃসাধ্যই, তাদেরকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে আধুনিক রূপে রূপান্তরিত করতে হবে, তাদের সুখ-দুঃখ, ভালো-মন্দ, সকল সমস্যা নিরসনে ঢাবি য়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা পাশে থাকব।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে