রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
আনোয়ারায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১৮:১৭
আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি 'র মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন জনগণ আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে যায়নি। এখানে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্দোলনের সফলতা। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ায় বিএনপি উদ্দেশ্য। বিএনপি জনগণের দল। তিনি আরো বলেন বিএনপির নেতাকর্মীদেরকে মামলা মোকাদ্দমা দিয়ে দমন করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার বাস্তবায়নে বিএনপি'র গণতান্ত্রিক আন্দোলনে সকলকে এক প্লাটফর্মে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। আনোয়ারা উপজেলা বিএনপি' ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আন্দোলনে নিহত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কারা নির্যাতিত, মামলা হামলায় নিপীড়িত নেতাকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে আনোয়ারা পারকি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বিএনপি নেতা সরওয়ার হোসেন ও যুবদল নেতা মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাবেক আনোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার রফিক আহমেদ, মোহাম্মদ রফিক ডিলার, মোজাম্মেল হক, ফরিদুল আলম মিল্টন জিয়াউল কাদের জিয়া, আলাউদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলের আনোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কারা নির্যাতিত ২৫ জনকে সম্মাননা দেয়া হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে