বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মধুখালীতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১৯:০৭
মধুখালীতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ জনসাধাররণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা আধুনিক মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র ও আওয়ামীলীগের সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, দলীয় নেতৃবৃন্দ।

উপজেলার ১হাজার অসহায় ও দুঃস্থ জনসাধাররণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উপলক্ষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের দলীয় নেতাকর্মিদের মাধ্যমে ১হাজার ২শত শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে