শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে তিন শতাধিক চরবাসীকে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৫
কুড়িগ্রামে তিন শতাধিক চরবাসীকে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে আসন্ন ঈদ-উল-ফিতর উদ্যাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার তিন শতাধিক সুবিধাবঞ্চিত চরবাসীকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকাস্থ ক্রিস্টাল ওপেন স্কাউটসের আর্থিক সহায়তায় স্থানীয় জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু, চাঁন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে খাদ্য সামগ্রী হিসেবে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ৫০০ গ্রাম লাচ্চা সেমাই ও ১ কেজি চিনি বিতরণ করা হয়। ঈদের আগেই খাদ্য সামগ্রী পেয়ে খুশি চরাঞ্চলের সুবিধাবঞ্চিত উপহার গ্রহনকারী লোকজন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে