শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কচুয়ায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৩০
কচুয়ায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণীল সাজ-সজ্জ্বায় সজ্জিত হয়ে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।শোভা যাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়েছে।শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,আইসিটি কর্মকর্তা খান মোয়াজ্জেম হোসেন রাসেল,পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ নাজমুল হাসান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ।

এদিন শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

উক্ত অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে