বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ২০ জন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫১
ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ২০ জন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সারওয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য এডভোকেট মো. রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সরকার।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, যুবলীগ নেতা ইফতেখার আহমেদ বাবু, উপজেলা আনসার ভিডিপি ও কোম্পানী কমান্ডার মুক্তার হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সেলিম রেজা ও সমাজ সেবক আতিকুর রহমান টুকু।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাজেদা বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগম, আওয়ামী লীগ নেত্রী নার্গিস খাতুন, সাবেক কাউন্সিলর মোছা ফেরদৌসি বেগম বিলকিস, সমাজ কর্মী আফরিন সুলতানা এমি, লাকী আক্তার ও শবনম হক।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর আলম জানান, আগামী ৮ই মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৪ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদ গঠিত।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৮২ টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৩ হাজার ২১৫ টি, নারী ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৮ শ ৬৭ টি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে