বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লোহাগড়ায় বর্জ্য অপসারণের দাবীতে মানববন্ধন 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৭
লোহাগড়ায় বর্জ্য অপসারণের দাবীতে মানববন্ধন 

লোহাগড়ায় জনবহুল এলাকা থেকে বর্জ্য অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় লোহাগড়া পৌরসভার লক্ষীপাশাস্থ খাদ্য গুদামের সামনের সড়কে লক্ষীপাশার সচেতন যুবসমাজ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মামুন, শাহিন, জসিমসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বেশ কয়েকবছর যাবৎ লক্ষীপাশাস্থ্য খাদ্য গুদামের সামনে নবগঙ্গা নদীরপাড়ে পৌর এলাকার বসতবাড়ি ও বাজারের বর্জ্য ফেলা হচ্ছে।

এতে করে ওই এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। পচা বর্জ্যের দুর্গন্ধে এ সড়কে চলাচলকারী পথচারীরা মারাত্মক বিপাকে পড়েছেন। এ ছাড়া ওই এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালি মন্দির, তিনটি শিক্ষা প্রতিষ্টান অবস্হিত হওয়ায় বর্জ্যের পচা গন্ধে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা অতীষ্ট হয়ে পড়েছে।

এ বিষয়ে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান জানান, রাতের আধারে কারা ময়লা ফেলছে ? আমি পাহারাদার(লেবার) নিযুক্ত করেছি। সমস্যা সমাধানে চেষ্টা করছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে