মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আড়াইহাজার পৌর বাজারে কৃষি ও গৃহস্থালী দ্রব্যের খাজনা মাফ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৯
আড়াইহাজার পৌর বাজারে কৃষি ও গৃহস্থালী দ্রব্যের খাজনা মাফ

ঈদের আগে থেকেই মাইকে ঘোষণা দিয়ে আসা হচ্ছিল যে, আড়াইহাজার পৌর বাজারে হাঁসমুরগ ীসহ গৃহস্থালী দ্রব্যের বিক্রেতাদের কাছ থেকে এবং সড়কে অবস্থানরত ভ্যানগাীতে বসানো ও ভ্রাম্যমান দোকানগুলো থেকে খাজনা আদায় করতে পারবেনা ইজারা কর্তৃপক্ষ। সোমবার সেটিকে বাস্তবে রূপ দিলেন আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী। তিনি সোমবার হাট বসার দিন পায়ে হেঁটে প্রতিটি গলিতে গিয়ে গৃহস্থালী দ্রব্য সামগ্রীর দোকানদার সহ এর আওতাধীন সকল দোকানদারদের কাছে গিয়ে ইজারা কর্তৃপক্ষকে কোন খাজনা দিতে নিষেধ করেন এবং কেউ খাজনা দিচ্ছেন কি না এ ব্যাপারে খোঁজ খবর নেন। এ সময় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন তার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, আড়াইহাজার পৌর বাজারটি ঢাকা বিশনন্দী ফেরীঘাট) আঞ্চলিক মহাসড়কের দু পাশে অবস্থি হওয়ায় এর দুপাশে ভ্রাম্যমান দোকান পাট, রিকশা, অটোরিকশা, সিএনজি এ সমস্ত যানবাহন পার্কিং করে রাখা হতো। ইজারা কর্তৃপক্ষ নিয়মিত এ সমস্ত যানবাহন ও অবৈধ দোকানপাট থেকে খাজনা আদায় করতো। ফলে সড়কে যানজট ছিল নিত্যদিনের দৃশ্যমান অবস্থা। ঈদের আগে আড়াইহাজার পৌর কর্তৃপক্ষ বাজারের যানজট নিরসন করা সহ এলাকাবাসি ও বাজারে চলাচলরত লোকজনদের অন্যান্য সুবিধার লক্ষ্যে বাজারের খাজনার বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়ে মাইকের মাধ্যমে সকলকে অবগত করতে থাকে। সোমবার থেকে তা বাস্তবে কার্যকরি করা হলো।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে