বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাইশারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি(,বান্দরবান) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৯
আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ২০:৫৪
বাইশারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তথ্যদিন, সেবা নিন “বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ শ্লোগানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সেবার কার্ষক্রম সভা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) বিকাল ৫টায় বাইশারী বাজার চত্বরে বাইশারী বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা।

বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুল কবির রাশেদের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা বলেন পুলিশই আপনাদের বাড়িতে গিয়ে আইনী সেবা দেবে। ব্যক্তি,পরিবার ও সামাজিক নিরাপত্তাদানে সদা সজাগ থাকবে পুলিশ। বাড়ি টু বাড়ি গিয়ে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। বাড়ির কোন ছেলে পিতা-মাতা অবাধ্য হয়ে মাদকে জড়াচ্ছে কিনা। জনবিরোধী, সমাজ বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়াচ্ছে কিনা? বখাটে ছেলেদের কারণে পরিবার তথা সমাজে কোন ধরণের বিশৃঙ্খলা বা অনাচার সৃষ্টি হচ্ছে কিনা? এসব থেকে উত্তরণে পরিবারের পিতা-মাতা এবং সামাজিক প্রতিনিধিদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি। ফের শুরু হবে মাদক নির্মুল অভিযান। সামাজিক দায়িত্ববোধ থেকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আমরাই প্রতিরোধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্য রাখেন বাইশারী বিট পুলিশিং কার্যক্রমের সভাপতি ও বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক মোঃ আবদুল হামিদ,ব্যবসায়ী মোঃ ইলিয়াছ সওদাগর, দৈনিক আমাদের সময় নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক মোঃ শাহীন, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবায়েদ নাহিদ নূর, রেঞ্জ কর্মকর্তা মোঃ নুর হোছাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হাসেম সরওয়ার, ইউপি সদস্য নুরুল কবির প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংল্হক্য মারমা,ইউপি সদস্য আনোয়ার সাদেক, ওবাচিং মারমা,সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও গ্রাম পুলিশ সদস্যরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে