বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী'র উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৩৮
পার্বতীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী'র উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

"প্রাণীসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পার্বতীপুর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী করা হয় স্হানীয় শহীদ ময়দানে।

প্রাণিসম্পদ প্রদর্শনী মাঠে ৩৫ টি স্টলে নানা জাতের গরু ছাগল প্রদর্শন করেন খামারীরা। একটি আড়ম্বরপূর্ণ ষ্টেজে টিভির মাধ্যমে ঢাকাস্থ অনুষ্ঠান থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনানো হয় শহরস্হ এলাইট সহ উপস্থিত দর্শনার্থী ও খামারিদের। এর আগে প্রদর্শনী প্যাম্ডেলের গেটে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। সংগে ছিলেন প্রদর্শীত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সায়েম,উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন, উপজেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ মাহ্ফুজার রহমান,মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় প্রমুখ। মেয়র আমজাদ হোসেন উপস্থিত সকল কর্মকর্তাদের নিয়ে প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন এবং খামারিদের খোঁজ খবর নেন। এ সময় তিনি পশু সম্পদ পালন ও রক্ষায় খামারিদের সুপরামর্শ দেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে