বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চৌহালীতে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৪৪
চৌহালীতে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

"প্রাণিসম্পদ ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগন্জের চৌহালী উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে কে আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৮এপ্রিল) সকাল ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসান 'র সভাপতিত্বে ও প্রাণি সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, ফারুক হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত ও মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৬ টি স্টল উন্নত জাতের গাভী,বকনা,ষাড়, ভেড়া, ছাগল, পাঠা,হাঁস, মুরগি,খরগোশ কবুতর,প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। তাদের মধ্যে ৮ টি ক্যাটাগরিতে আটজন স্টল মালিক কে পুরস্কার প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে