বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে নীলফামারীতে পথনাটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৮ এপ্রিল ২০২৪, ২১:২১
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে নীলফামারীতে পথনাটক

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে জেলা সদরের টুপামারী, পলাশবাড়ী, খোকশাবাড়ি, পৌরসভায় বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায় ও যুব ফোরামের নেতৃত্বে নাটকটি পরিচালনা করা হয়।

মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত নাটকের মাধ্যমে জনগণকে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হয়। সর্বস্তরের মানুষ নাটকটি উপভোগ করেন।

নাটক পরিচালনাকারী পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায়(১৭) বলেন, এই পথ নাটক পরিচালনার মূল উদ্দেশ্য শিশুদের বাল্যবিবাহ মুক্ত, শিশু নির্যাতন ও নারী নির্যাতন সম্বন্ধে জনগণকে সচেতন করা।

নাটক দেখতে আসা স্কুল পড়ুয়া কিশোরীরা বলেন, আমরা এই নাটকটির মাধ্যমে বাল্যবিবাহ কুফলসহ অনেক কিছু সমন্ধে অবগত হলাম যা আমরা বাস্তব জীবনেও দেখতে পাই তাই আমরা বাল্যবিবাহ করবোনা এবং বাল্যবিবাহ ও শিশু নির্যাতন হতে দিবোনা।

নাটক দেখতে আসা তাপশী রানী রায়(৪৫) নামে একজন অভিভাবক বলেন, আমার সন্তানকে আমি কোনোদিন বাল্যবিবাহ দিবোনা, আজকে এই নাটক দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে