বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৪, ২১:২৩
দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও ভেটেরিনারি চিকিৎসক অজয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ শহিদুল্লাহ, পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (অ.দা ) ডা. কনিকা সরকার।

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরু, ছাগল, মহিষ, বিভিন্ন দেশি-বিদেশি হাসঁ-মুরগী, নানা প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির গোখাদ্যের ২০টি স্টল প্রদর্শন করা হয়েছে।অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে