শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম উদ্ধুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৮
মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম উদ্ধুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সরকারের সর্বজনীন পেনশন স্কিম উদ্ধুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল সোমবার সকালে মহিষমারা ইউনিয়নের আশ্রা ফাযিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

মহিষমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন এর আয়োজনে ও সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ প্রমুখ।

আলোচনা সভায় ও রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন সকারের সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধা ও সরকারের উদ্দেশ্য লক্ষ্য তোলে ধরেন। তিনি সবাইকে সরকারের এ পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানান।

এ সময় মহিষমারা ইউনিয়নের নারী পুরুষসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে