সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় স্বারাষ্ট্র মন্ত্রীর শ্যালক ও এমপি লোটাস কামালের ভাইয়ের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ২২ এপ্রিল ২০২৪, ১৯:৩৯
কুমিল্লায় স্বারাষ্ট্র মন্ত্রীর শ্যালক ও এমপি লোটাস কামালের ভাইয়ের মনোনয়নপত্র দাখিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু কুমিল্লার বিভিন্ন উপজেলায় এমন নির্দেশ উপেক্ষা করে প্রাথর্ী হচ্ছেন অনেকেই। নির্বাচনের ২য় ধাপে রোববার বরুড়া উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রীর আপন শ্যালক এবং সদর দক্ষিণ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রীর আপন ছোট ভাই মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খঁান কামালের আপন শ্যালক মো: আবদুল হামিদ লতিফ ভূঁইয়া (কামাল)। আওয়ামী লীগে তঁার কোন পদ নাই। পেশায় ব্যবসায়ী হামিদ কামালের গ্রামের বাড়ি বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মনোহরপুরে। দীর্ঘ দিন ধরেই তিনি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আগাম গণসংযোগ করে আসছিলেন। মন্ত্রীর আত্মীয়রা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত আছে, তাহলে কেন তঁার প্রাথর্ী হওয়া ? এমন প্রশ্নের জবাবে হামিদ কামাল বলেন, ‘আমার ভগ্নিপতি ঢাকা-১২ আসনের এমপি, তিনি স্বারাষ্ট্র মন্ত্রীও। আমি কখনো মন্ত্রীর পরিচয়ে কোথায়ও দাপট দেখাই না, এমন কোন অভিযোগও আমার বিরুদ্ধে নেই। আমি যদিও আওয়ামী লীগ করি, ইচ্ছে করলে কুমিল্লা কিংবা ঢাকায় আওয়ামী লীগের পদ-পদবী নিতে পারতাম।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমার আত্মীয় হিসেবে শ্রদ্ধার স্থানে আছেন ও থাকবেন। দলে এখনো আমার কোন পদ নাই। তাই নিজের পরিচয়ে নির্বাচন করতে চাচ্ছি, এতে তো সমস্যা হওয়ার কথা না।’

সাবেক অর্থমন্ত্রীর ভাই সারোয়ার :

অপরদিকে সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কুমিল্লা ১০ (সদর দক্ষিন, লালমাই ও নাঙ্গলকোট) আসনের এমপি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে টানা তিনবার এ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন। প্রার্থী হওয়ার বিষয়ে সারোয়ার বলেন, ‘দলের নেতাকর্মীরা সভা করে তাকে নির্বাচনের জন্য চাপ দিয়ে মাঠে নামিয়েছেন। এছাড়াও ১৫ বছরে কি কাজ করলাম এ নির্বাচনে ভোটাররা তা রায় দিবে। কয়েক মাস ধরে নির্বাচন উপলক্ষে মাঠে কাজ করছি, এখন ভোটের মাঠ থেকে সরে যাওয়া সম্ভব নয়।’

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান জানান, ২য় ধাপের জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামি ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে আগামি ২১ মে। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে