সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ২৪ ঘন্টায় ৬৩ জন ডায়রিয়ায় আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ২০:১৬
গাজীপুরে ২৪ ঘন্টায় ৬৩ জন ডায়রিয়ায় আক্রান্ত

গত ২৪ ঘন্টায় গাজীপুরের বিভিন্ন উপজেলা হাসপাতালে৬৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা মাহমুদা আখতার জানান, প্রচট্রন্ড গরমে গাজীপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

কত ২৪ ঘন্টায় গাজীপুর সদরে ২১ জন কালিয়াকৈর উপজেলায় ১৫ জন কালিগঞ্জ উপজেলায় আট জন কাপাসিয়া উপজেলায় ১০ জন এবং শ্রীপুর উপজেলায় নয়জনসহ মোট ৬৩ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ আমান উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল ৪১ জন , ১৬ এপ্রিল ৪৯জন, ১৭ এপ্রিল ৫৭ জন, ১৮ এপ্রিল ৬৩জন, ১৯ এপ্রিল ৪৬ জন, ২০ এপ্রিল ৪৬ জন, ২১ এপ্রিল ৪৭ জন, ২২ এপ্রিল ৪৮ এবং ২৩ এপ্রিল ৬৩ জন ডায়রিয়ার রোগী ভর্তি ও চিকিৎসা নিয়েছেন।

প্রচন্ড তাপ ও গরমের মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আমার জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কর্মীদের এ বিশ্বের সচেতনতা সৃষ্টির জন্য এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছি। পর্যাপ্ত স্যালাইন ও ঔষধপত্র যোগান রয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে