রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জে সাড়ে ৪ হাজার কৃষক পেলেন সার ও বীজ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ২২:১২
ছবি : যায়যায়দিন

সার্বিকভাবে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আউশের আবাদে উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাড়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ্, মো.ফরহাদ আলী, মো.ইয়াছিন আলী, শামসুল হুদাসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে