মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

লামা পৌরসভায় ১১ কোটি টাকার উন্নয়নের কাজ চলমান

মংছিংপ্রু মার্মা, লামা (বান্দরবান) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৪, ১৪:১৯
ছবি-যায়যায়দিন

বান্দরবানে লামা পৌরসভার অর্থায়নে ১১ কোটির টাকা ব্যয়ে বিভিন্ন পাড়ার পয়ঃনিস্কাশনের জন্য আরসিসি ড্রেইন, আরসিসি রাস্তা ও কালভার্ট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্প গুলো সম্পাদন হলে পৌর এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নতমানে রূপলাভ করবে বলে আশাবাদী এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পৌরসভার ৯ নং ওয়ার্ডের হরিণঝিরি মার্মা পাড়ার ৮৩ লক্ষ ৯৪ হাজার ৩৪ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ঢালাই কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মো. জহিরুল ইসলাম।

এময় আওয়ামীলীগের সহ সভাপতি প্রশান্ত কান্তি ভট্টচার্য্য, পৌর ইঞ্জিনিয়ার নাঈমুল ইসলাম মানিক, এসও নূর মুহাম্মদ, কাউন্সিলর উশৈথোয়াই মার্মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেয়র জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি আন্তরিক সহযোগিতায় লামা পৌরসভা উন্নয়নের কাজ চলমান রয়েছে। তাই সহযোগিতার জন্য অভিভাবক বীর বাহাদুর উশৈসিং এমপি কে লামা পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে