মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণপাড়ায় বৈশাখী মেলা উদ্বোধন করলেন এম এ জাহের এমপি 

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৪, ১৪:৪২
ছবি-যায়যায়দিন

বাংলা নববর্ষ উপলক্ষে এক সময়ের গ্রাম বাঙলার ঐহিত্য বৈশাখী মেলাকে স্বমহিমায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে বৈশাখী মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কুমিল্লা -৫ বুড়িচং - ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম,এ জাহের এমপির। উদ্বোধন কালে এমপি বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যুগান্তকারী একটি পদক্ষেপ হয়ে থাকবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ মেলা একান্ত দরকার।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলে চলবে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স,ম, আজাহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার কবির আহমেদ, থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ, সমবায় অফিসার মাইনুদ্দিন হাসানসহ বহু গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মেলায় ব্রাহ্মণপাড়ার নারী ও যুব সম্প্রদায় তাদের নিজস্ব উপকরণ প্রদর্শনী ও বিক্রয় করতে পারবে। এছাড়াও এক সময়ের গ্রাম বাঙলার ঐতিহ্য বিভিন্ন পণ্য সামগ্রীসহ কৃষি পণ্য, লোকশিল্প, মৃৎ শিল্প, কাঠ, বাঁশের বিভিন্ন উপকরণও স্থান পেয়েছে এ মেলায়।

এছাড়া আজ ২৫ এপ্রিল বিকেলে কাবাডি ম্যাচ ও ২৭ এপ্রিল বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে