মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ইসতিসকার নামাজ আদায়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৬
দৌলতপুরে ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহে পুড়ছে দেশের পশ্চিমাঞ্চল। এ এলাকায় দিনের তাপমাত্রা প্রতিদিন প্রায় ৪২ ডিগ্রি কাছেই থাকছে। এ অবস্থায় প্রচন্ড গরমে সব শ্রেণীর মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রতিদিন খেটে খাওয়া মানুষেরা বাধ্য হয়ে কাজে বের হচ্ছে। তীব্র খরায় আবাদি ফসলের ক্ষেত শুকিয়ে যাওয়ায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।

তীব্র খরা থেকে বাঁচতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর এলাকার মুসল্লিরা।

শুক্রবার বাদ জুম্মা (২৬ এপ্রিল) রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে আশে পাশের কয়েকটি গ্রামের মুসল্লি বৃষ্টির জন্য মোনাজাত করেন।

এসময় নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন, রিফাইতপুর সরকারপাড়া জামে মসজিদ এর ইমাম মওলানা ইব্রাহিম খলিল।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে