শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থী চয়নের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৬ এপ্রিল ২০২৪, ২০:২০
কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থী চয়নের গণসংযোগ
কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থী চয়নের গণসংযোগ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের ৮ মে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন শুক্রবার কৈল্াটি ইউনিয়নের সিধলী বাজারে গনসংযোগ করেছেন। গনসংযোগকালে তিনি ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জানা গেছে, কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুন প্রজন্মের অহংকার উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন শুক্রবার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কৈলাটি ইউনিয়নের সিধলী বাজারে ঘোড়া প্রতীকে লিফলেট বিতরন এবং পথসভা করেছেন।

পথসভায় চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন বলেন, কলমাকান্দা উপজেলাকে আমি স্মাট উপজেলায় পরিনত করতে চাই। এলাকার বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস-জঙ্গীবাদ দমনসহ এলাকার উন্নয়নে সব সময় কাজ করতে চাই। এলাকার জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সকলের যথাযথ সম্মান প্রদর্শনপূবর্ক স্মাট কলমাকান্দা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে