বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৪:০১
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হরন্দা গ্রামের কৃষক আ. রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ জন পলাতক এবং বাকী ১৭ জন কারাগারে আছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হরেন্দা গ্রামের আলাম, দোলা, ওছমান, কোরবান, আজাদুল, লাবু, বাবু. আমিনুর, ফারাজ মন্ডল, শুকটু, দুলাল, আলীম, নজরুল, সাইদুল, ছানোয়ার, সাইফুল, কালাম। পলাতক দুজন হলো উকিল ও জহুরুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে সামসুদ্দিনের পুত্র আ. রহমানকে মাঠ থেকে ধরে নিয়ে গিয়ে আসামি আলামের বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আ. বারিক রাদী হয়ে পরদিন পাঁচবিবি থানায় মামলা করলে দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এ রায় দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে