বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৪
বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

ভোলার বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান।

ওই সময় বক্তৃতা করেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হাওলাদার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. কুদ্দুস, কাচিয়া-টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াজউদ্দিন শাহিন, বোরহানউদ্দিন পৌরসভার প্রতিনিধি মো. ইউসুফ আলী, স্থানীয় সাংবাদিক মোবাশ্বির হাসান শিপন, মহিউদ্দিন আজিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ স্কিমের মাধ্যমে নির্ভরশীল মানুষের সংখ্যা কমবে। পেনশনের আওতার লোকজন অন্যের বোঝা হয়ে থাকবেনা। রাষ্ট্র পরিচালিত এ স্কিম সবোচ্চ নিরাপদ উল্লেখ করে তাঁরা সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে