মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সিলেট অফিস
  ৩০ এপ্রিল ২০২৪, ১৫:৩২
ছবি: যায়যায়দিন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন অটোরিকশা যাত্রী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন যাত্রী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় এয়ারপোর্ট থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান , ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ঢ ১৮৫৪৩৬ ট্রাক) সিলেটের দিকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু হয়।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানাপুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার সিলেট এমএজি ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, অটোরিকশার দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে