বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

চন্দনাইশে মহান মে দিবস পালিত 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ মে ২০২৪, ১১:২৪
চন্দনাইশে মহান মে দিবস পালিত 

চট্টগ্রামের চন্দনাইশে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখা।

বুধবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খাঁনহাট গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে এক র‍্যালি বের করে।

র‍্যালিটি মহাসড়কের খাঁনহাট থেকে প্রদক্ষিণ করে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়। পরে ওই স্থানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আয়ুব আলী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. আরিফুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল খালেক।

অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন- তৌকির আহমেদ, নজরুল ইসলাম, মোজাফফর আহমদ, মোহাম্মদ সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এসময় বক্তারা বলেন, আগের তুলনায় শ্রমিকদের কাজের পরিধি বেড়েছে৷ কিন্তু আগের মতোই বেতন বৈষম্য রয়ে গেছে।

এ সময় তারা শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি প্রদানসহ দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের ও দাবি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে