শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দাগনভুইয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ ও আলোচনা সভা

ফেনী প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ১২:৫২
ছবি-যায়যায়দিন

ফেনীর দাগনভুইয়াতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ ও আলোচনা সভা শুক্রবার বাদ মাগরেব হোটেল রেডিসনে অনুষ্টিত হয়েছে।

এমএতাহের পন্ডিতের সভাপতিত্বে আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন,দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসাইন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, বিটিভির ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, দাগনভুইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম খান সহ অনেকে।

বক্তারা বলেন, মফস্বলের সাংবাদিকদের কোন বেতন ভাতা বোনাস নেই। তাদের চিকিৎসার জন্য কোন ব্যবস্হা থাকেনা। তাদের মৃত্যুর পর পরিবারের কোন খোঁজ খবর রাখেনা কেউ। সৎ, ন্যায় নিষ্ঠাবান সাংবাদিকদেরকে সম্পত্তি বিক্রি করে চলতে হয়। এ কল্যাণ ট্রাস্ট কিছুটা হলেও বিপদের দিনে পাশে থাকবে। সরকার কল্যানভাতা, অনুদানের সাহায্য সহযোগিতা করে থাকলেও মফস্বলের সাংবাদিকদের কাছে পৌঁছে না। এটি অত্যন্ত দুঃখ জনক বলে মন্তব্য করেন বক্তারা। সরকার সকল পেশার মানুষের মাঝে সাহায্য সহযোগিতা বেতন ভাতা দিয়ে থাকেন। অথচ অনেক সাংবাদিক এর সুফল পান না। সরকারের কাছে জোর দাবি এটি যেন বাস্তবায়ন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে