রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আড়াইহাজারে পেনশন স্কীম ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ১৫:১৯
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সার্বজনীন পেনশন স্কীম ও আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। প্রধান আলোচক ছিলেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসানউল্লাহ। সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া। মত বিনিময় সভায় ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, মাদক নির্মূল, জুয়ারী দমন ইত্যাদী বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সভার সভাপতি ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সব খারাপ কাজের মূলে রয়েছে মাদক এবং জুয়া। যারা মাদক এবং জুয়ার সাথে জড়িত তারা চুরি ডাকাতির সাথেও জড়িত। কারণ, মাদক কেনার টাকার জন্য তারা চুরি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহামেদ এবং ওসি মোহাম্মদ আহসানউল্লাহ এ সমস্ত অসামাজিক কর্মকান্ড প্রতিহত করার ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোতালিব ভূঁইয়াসহ সকল ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে