ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক চাপায় মোঃ আরিফুল ইসলাম (৩৫) নামের ফ্রিজের টেকনিশিয়ান এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা চট্রগ্রাম পুরাতন মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে এ দূর্ঘটনার ঘটে। দূঘর্টনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। নিহত আরিফুল ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠাননগর গ্রামের মৃত সুলতান আহাম্মদের পুত্র।
নিহত আরিফের চাচা নুর ইসলাম ও চাচাতো ভাই নুরুল আবছার জানান, ঘটনার সময় আরিফ তার নিজ বাড়ী থেকে মটরসাইকেল চালিয়ে কন্ট্রাক্টর মসজিদ বাজারে তার দোকানে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ছাগলনাইয়া থেকে ফেনীগামী দ্রুতগতির বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে আরিফ ঘটনাস্থলে মারা যায়। আরিফ ২ সন্তানের জনক।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পলাতক তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
যাযাদি/ এস