বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

কেন্দ্রীয় ত্রাণ তহবিলে গফরগাঁও উপজেলা বিএনপির নগদ অর্থ সহায়তা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০
ছবি: যায়যায়দিন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জন্যে জন্য গফরগাঁও উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগত অর্থ প্রদান করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি এ. বি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে দলের নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতে ১২ লাখ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন।

এসময় কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. আর খায়রুল, মোঃ জালাল উদ্দীন, শহিদুর রহমান ও প্রকৌশলী আজিম উদ্দিন আজিম , পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি প্রত্যাহার করে নেতা-কর্মীদের সহায়তায় গফরগাঁও বিএনপি এ অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছে জানা যায় ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে