ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকের বাড়িতে মারধর করায় কীটনাশক পানে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যু প্ররোচনার অভিযোগে প্রেমিককে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার আননূর মহিলা মাদ্রাসার ছাত্রী শিমরাইল গ্রামের বাসিন্দা মৃত আলাল উদ্দিনের মেয়ে রুপালী বেগম (১৬) এর সাথে পার্শ্ববর্তী চরনিখলা গ্রামের বাসিন্দা আমীর হোসেনের ছেলে রুবেল মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সেই সম্পর্কের সূত্রে গত বুধ বার (৪ সেপ্টেম্বর) রুবেল মিয়া বিয়ে করার কথা বলে রুপালীকে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। পরে ওই বাড়িতে রুবেলের ভাইয়েরা ও বাড়ির লোকজন রুপালীকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেমিক রুবেল রুপালীর সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করে। বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি রুপালী। পরে রাগে অভিমানে ওই বাড়িতেই কীটনাশক পান করে। ওই অবস্থায় প্রেমিক রুবেল রুপালীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রুপালীর অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে রুবেল চলে আসতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। রুপালী ওই সময় মারা যায়। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করে ও রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি একটি প্রেমের সম্পর্ক। এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক নামের একজন বাদি হয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে মামলা হচ্ছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর হাজতে প্রেরণ করা হবে।
যাযাদি/এসএস