শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘোড়াঘাটে ১৯৫ জন রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৯:২৬
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি - ইইউ প্রকল্পের আওতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় গ্রাম বিকাশ কেন্দ্র ডুগডুগি প্রকল্প অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন,গ্রাম বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপক -আইটি প্রধান জেহান মোহাম্মদ সাদাত। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,মেডিকেল অফিসার ডা. শফিউল আলম সবুজ।

এসময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব, শাখা ব্যবস্থাপক মইনুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক, আমিনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান, সহকারী টেকনিক্যাল অফিসার, মেমি বানু, আব্দুল রাজ্জাক প্রমূখ।

ক্যাম্পে ১৯৫ জন রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান সহ ৪১ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে